মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আড়াইহাজারে  ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে  ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আসামিরা হলেন, বিশনন্দী ইউনিয়নের টেটিয়া গ্রামের ইসমাইলের ছেলে ইয়ামিন (২৪) এবং একই গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে বাহারউদ্দিন (৩৫)।

গত মঙ্গলবার দিবাগত রাতে থানার এসআই নাহিদ মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়ামিন এবং বাহারকে (৩৫) টেটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। 

গতবছর ওই এলাকায় একটি সংঘর্ষের ঘটনায় জিলানী বাদী হয়ে নারায়ণগঞ্জ কোর্টে তাদের নামে একটি মামলা করেন। দীর্ঘদিন আসামিরা পলাতক থাকায় ওই মামলায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আমলি আদালত ৪ এ তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। 

আড়াইহাজার থানার ওসি এমদাদুল ইসলাম তৈয়ব তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

টিএইচ